স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের প্রতিষ্ঠান রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এই এজিএমটি সকাল ১১:৩০টা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে সকাল ১০:৪৫টায় এই এজিএমের সমেয় নির্ধারণ করা হয়েছিল।
এজিএমটি হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে গাজিপুরের ভালুকা। এই এজিএমটিতে এই লিংকে https://rahimafood.bdvirtualagm.com অনলাইনে প্রচার করা হবে।
এজিএমের এজেন্ডাসহ অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




