স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির করদাতাদের এ বছরও আয়-ব্যয় তুলে ধরে আয়কর রিটার্ন জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যেই। এ সময়সীমা শেষ হতে আর মাত্র বাকি ১০ দিন।
এখন দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ। যাদের করযোগ্য আয় রয়েছে, তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ড অনুরোধ করেছে যে সবাই যেন ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাখিল করেন।
তবে চলুন কীভাবে আপনি নিজেই আয়কর রিটার্ন অনলাইনে জমা দিতে পারেন—
রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই আপনার ই-টিআইএন (e-TIN) থাকতে হবে। যদি না থেকে থাকে, তাহলে [https://etaxnbr.gov.bd](https://etaxnbr.gov.bd) ওয়েবসাইটে গিয়ে কয়েক মিনিটেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন।
স্টকমার্কেটবিডি.কম////




