স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৫৬ লাখ টাকা।
স্কয়ার ফার্মার ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসির ৬ কোটি ১ লাখ, এস আলম স্টিলসের ৫ কোটি ৯৮ লাখ, সোনারগা টেক্সটাইলের ৪ কোটি ৯৪ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৪ কোটি ৯২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোট ৭৩ লাখ, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৬৫ লাখ ও ফুয়াং ফুডসের ৩ কোটি ৯৯ লাখ ও টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি