সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ০.৪৫ শতাংশ কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন। তবে এসময় সব সূচক কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ০.৪৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৮৫৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৮৬৭ কোটি ৯৪ লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ০.৪৫ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৪২.৮৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৫.১৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১৪৩। শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৩৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭০৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৩৫ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ কমে দাড়িয়েছে ১৮ হাজার পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *