শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর একটি ভবনেন ৪টি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রাজধানী মহাখালীতে বীর উত্তম এ কে খোন্দকার রোডের নিলয় সানলাইফ টাওয়ারে ৯, ১০, ১১ ও ১২ তলায় অবস্থিত ১২,৩৩০ স্কয়ার ফুটের ফ্লোরগুলো বিক্রি করা হবে।
এই ফ্লোরটি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। নিয়ন্ত্রক সংস্খার অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোর ৪টি বিক্রি করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম