সাবেক চেয়ারম্যান খাইরুলের অনিয়ম-দুর্নীতি তদন্তে দুদক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি বিএসইসি চেয়ারম্যানের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। ওই চিঠির পরিপ্রেক্ষিতে সংস্থাটির কাছে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছে বিএসইসি। দুদক ও বিএসইসির বিশ্বস্ত সূত্র রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসিতে পাঠানো দুদকের চিঠিতে অধ্যাপক এম খায়রুল হোসেনকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার নিয়োগের বিষয়ে বিএসইসির চেয়ারম্যান নিয়োগের নীতিমালা জানতে চাওয়া হয়েছে।

সেইসঙ্গে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে যে সব কোম্পানিকে আইপিও সুবিধা প্রদান করা হয়েছে তার তালিকাসহ ক্যাপিটাল ইস্যু-বিভাগের দায়িত্ব পালনকারী কর্মকর্তাগণের নাম, পদবি ও বিস্তারিত ঠিকানা চাওয়া হয়েছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, কপারটেক ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাতের আইপিও বা তালিকাভুক্তি এবং আইপিও সুবিধাভোগী রিং শাইন টেক্সটাইলের প্লেসমেন্ট কেলেঙ্কারির ঘটনায় কোনো তদন্ত হয়ে থাকলে উক্ত প্রতিবেদনের কপি এবং গৃহীত ব্যবস্থাদির বিস্তারিত বিবরণসহ রেকর্ডপত্রের সত্যায়িত কপি চেয়েছে দুদক।

দুদক সালভো কেমিক্যাল, জেনেক্স ইফোসিস, ওরিয়ন ইনফিউশনস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্টস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের মূল্য হঠাৎ ও অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে কোনো তদন্ত করা হয়ে থাকলে তারও বিস্তারিত নথি চেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *