সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,১১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৫০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সাপোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, সিভিও পেট্রো, স্কয়ার ফার্মা, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও সিমেটেক্স ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *