শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করেছে। বিমার এজিএমটি রাজধানীতে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমাটির পরিচালনা বোর্ডের সভায় ১৭তম এই এজিএমের দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্যকারণ বশত এই এজিএমটির দিন পরিবর্তন করা হয়।
এর আগে এই এজিএমের তারিখ নির্ধারণ করা হয় ২৭ জুলাই। তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/বি