স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনলাইন লিংক পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এদিন অনলাইন https://agmbd.live/hakkanipul2025 এই লিংকে এজিএমে অংশগ্রহণ করতে পারবেন।
এর আগে এই লিংক https://agmbd.live/hakkanipulp2025 নির্ধারণ করা হয়েছিল।
এজিএম সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




