বিদায়ী সপ্তাহে ৩ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স, সিঙ্গার বিডি এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিগুলো।

ইসলামিক ফাইন্যান্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৪.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.২৯ টাকা।

লাফার্জ হোলসিম :
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৩.১৫ পয়সা।

সিঙ্গারবিডি :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের প্রতিষ্ঠান সিঙ্গারবিডি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.৭৯ টাকা। যা গত বছরে ছিল ৭.১২ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮.১৭ টাকা। যা গত বছরে ছিল ২৫.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৩ কোম্পানির র্বোড সভা চলতি সপ্তাহে নির্ধারণ

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা র্বোড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানগুলোর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানি ৩টি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.২৮ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৫৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৬.২৭ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.২৮পয়েন্ট বা ১.৬৯ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৬ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.০১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০৬ পয়েন্টে, প্রকৌশলী খাতের ২০.০৮ পয়েন্টে, বীমা খাতের ১১.০৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৯.০৭ পয়েন্টে, বিবিধ খাতের ২৫.০২ পয়েন্টে, খাদ্য খাতের ৩০.০৫ পয়েন্টে, চামড়া খাতের ১৫.০৬ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৯.০৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১১.০৯ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৫.০৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত – ২৪.০০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৪.০১ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ২৬.০৬ পয়েন্টে, সিরামিক খাত ২০.০৮ পয়েন্টে এবং পাট – ৩৪.০১ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিঙ্গারবিডির ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

singerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের প্রতিষ্ঠান সিঙ্গারবিডি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।
এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.৭৯ টাকা। যা গত বছরে ছিল ৭.১২ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮.১৭ টাকা। যা গত বছরে ছিল ২৫.৩৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৭৯ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অনেক কমেছে । লেনদেনের সাথে সাথে সূচকও কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২৫.৭৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৩৭৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৮৫৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৫.৭৯ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১০৭.৩৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৭২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৭.৭২ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ২৪.২৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩৪৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫৪৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭০৮ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৫ পয়েন্ট বা ১.৯১ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ৬৫৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৭২টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিলো জাতিসংঘ

bdস্টকমার্কেটবিডি ডেস্ক :

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি শুক্রবার (১৬ মার্চ) রাতে নিউইয়র্কে বৈঠকে নিশ্চিত করে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। শনিবার (১৭ মার্চ) তারা আমাদের জাতিসংঘের স্থায়ী মিশনে এটা নিশ্চিত করে একটা চিঠি হস্তান্তর করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী তিন বছরে পরপর দুইবার সূচক অর্জন করলে চুড়ান্তভাবে একটা দেশকে মধ্যমআয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে একই সূচকগুলো অর্জনের মধ্যে দিয়ে।

এসময় বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

লাখ টাকায় মনোনয়ন বিক্রি করায় আটকে গেল ডিএসই‘র পরিচালক নির্বাচন

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। ১ লাখ টাকা করে মনোনয়ন বিক্রি করায় ডিএসইর ট্রেকহোল্ডার এসএম শহুদুল হক বুলবুলের পক্ষে এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

রিটকারীর অভিযোগ, এক লাখ টাকা জমার মাধ্যমে এ মনোনয়নপত্র সংগ্রহ করতে হচ্ছে প্রার্থীদের। এক পাতার এ মনোনয়নপত্র সংগ্রহ করতে যে দর নির্ধারণ করা হয়েছে; তা কোম্পানি আইনে নেই। আবার ডিএসই আর্টিকেল অব মেমোরেন্ডামেও নেই। পাশাপাশি ডিএসইর নির্বাচন রেগুলেশনেও এ পরিমাণ টাকা নেওয়া কথা উল্লেখ নেই।

বিষয়টি নিয়ে রিটকারি এসএম শহীদুল হক বুলবুল গণমাধ্যমকে বলেন, এক পাতার এ মনোনয়নপত্র সংগ্রহ করতে কেন এত টাকা নেওয়া হবে। এটা জানার জন্য আমি ডিএসইর নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি। সেখানে বলা হয়েছে, এটা বোর্ডের সিদ্ধান্ত বলেই এত টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ চিঠি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকটও পাঠানো হয়েছে। সেখান থেকেও কোনো সদুত্তর না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি।

তবে এর জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম), লভ্যাংশ প্রদানসহ বার্ষিক অন্যান্য কার্যক্রম এ রিটের আওতায় থাকবে না। আগামী ২০ মার্চ ডিএসইর শেয়ারহোল্ডার বা ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন হওয়ার কথা ছিল। যেই নির্বাচনে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হবেন। এ নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার সময় ছিল। যা ঢাকা স্টক এক্সচেঞ্জে এক লাখ টাকা জমার মাধ্যমে এ পত্র সংগ্রহ করতে হয়েছে প্রার্থীদের। আর গত ২৬ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মার্চ পর্যন্ত। আদালতের স্থগিতাদেশের কারণে নির্বাচন আটকে গেল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে : আমু

amu.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ ধীরে-ধীরে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘উন্নয়নের প্রতিফলন দেখে বিশ্ববাসী বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’-এ কথা উল্লেখ করে আমু বলেন,‘আমাদের দেশ ভারতসহ বিভিন্ন দেশের চেয়ে দারিদ্র্য বিমোচনে অগ্রগতি লাভ করেছে। ধীরে-ধীরে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তির পরিচয় মেলে, সে জাতির শিক্ষার হার কতটুকু তা দিয়ে। তাই শিক্ষার হার শতভাগে উন্নীত করার জন্য বর্তমান সরকার কাজ করছে। শিল্পমন্ত্রী বলেন,শেখ হাসিনার সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি (শেখ হাসিনা) যখন ক্ষমতা গ্রহণ করেন তখন শিক্ষার হার ছিল ৪০ ভাগ, এখন তা ৭১ ভাগে উন্নীত হয়েছে। বাংলাদেশে শিক্ষার হার শতভাগে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম প্রমুখ বক্তৃতা করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাংলাদেশ শিপিংয়ের ৬ মাসের আয় বেড়েছে ১৭ পয়সা

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা গত বছরে ছিল ২৪ পয়সা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যা গত বছরে ছিল ৫৩ পয়সা। এ হিসাবে কোম্পানির ১৭ পয়সা আয় বেড়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.৪০ টাকা। যা ৩০ জুন ছিল ৫২.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইফাদ অটোস
  3. কুইন সাউথ
  4. মুন্নু সিরামিক্স
  5. মার্কেন্টাইল ব্যাংক
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. সিটি ব্যাংক
  8. স্কয়ার ফার্মা
  9. ঢাকা ব্যাংক
  10. নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।