সূচক কমলেও লেনদেন অনেকটা বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচকের পতন হলেও লেনদেন অনেকটা বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.১৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৩.৪৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭০টির। আর দর অপরিবর্তিত আছে ২৩০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, সিলভা ফার্মা, মুন্নু সিরামিকস, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বিডি ও ভিএফএস থ্রেড ডায়িং  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফরচুন সুজের বোর্ড সভা ৬ জুন

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সেন্ট্রাল ফার্মার বোর্ড সভা আহবান

Central-Pharma-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

উত্তরা ব্যাংকের লভ্যাংশ কমলো

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ কমানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ৭ শতাংশ নগদ ও ২৩ শতাংশ বোনাস  করা হয়েছে। রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই পরিবর্তিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এর আগে ব্যাংক উক্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

আগামী ২৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

এক্সিম ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৯ পয়সা।

আগামী ২৫ আগষ্ট কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর