লেনদেনের শীর্ষে সোনালী পেপার; ২য় খান ব্রাদার্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২৫ লাখ।

ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১৩ কোটি ৬৭ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৪২ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১১ কোটি ৪২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১১ কোটি ৪০ লাখ, মেট্রো স্পিনিংয়ের ১০ কোটি ৬৯ লাখ, লিগাসি ফুটওয়ারের ১০ কোটি ৮ লাখ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. সোনালী পেপার
  2. খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ
  3. ফু-ওয়াং ফুডস
  4. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  5. এমারেল্ড অয়েল
  6. রূপালি লাইফ ইন্সুরেন্স
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. মেট্রো স্পিনিং
  9. লিগাসি ফুটওয়ার
  10. সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

দুই এক্সচেঞ্জেই সূচক কমলেও বেড়েছে লেনদেনে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক  কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৯ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৫০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির আর দর অপরিবর্তিত আছে ১৬৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ফু-ওয়াং ফুডস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, মেট্রো স্পিনিং, লিগাসি ফুটওয়ার ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬২৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও উত্তরা ব্যাংক পিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:২০টায় অনুষ্ঠিত হবে।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট বিকাল ২:৪৫টায় অনুষ্ঠিত হবে।

ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ আগস্ট বিকাল ২:৩৫টায় অনুষ্ঠিত হবে।

এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩:১০টায় অনুষ্ঠিত হবে।

ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৩ আগস্ট বিকাল ২:৪৫টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ট্রাষ্ট্রি সভা ১৪ আগষ্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ মি. ফান্ডের ট্রাষ্ট্রি আগামী ১৪ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:১০ টায় রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এ বোর্ড সভায় ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ফান্ডটি। গত বছর ফান্ডটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম///

ফাস ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি।

স্টকমার্কেটবিডি.কম/বি

কর্নফুলি ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৫ আগষ্ট পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

মেঘনা লাইফ ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ আগস্ট আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ২০২৩ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন দুপুর ৪টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

রিপাবলিক ইন্সুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদী ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৫ আগষ্ট পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স লিমিটেডের গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানিটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রাজু