শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড ২রা:৫ হারে রাইট শেয়ার ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে টাকা তুলে ব্যবসা সম্প্রসারণ করবে বলে জানায় কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানির মুলধন বাড়ানোর লক্ষে দশ টাকা অভিহিত মুল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য ২০ টাকা নির্ধারণ করতে চায় কোম্পানিটি।
বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সাধারণ শেয়ার হোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই রাইট শেয়ার ছাড়বে।
রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহীত এ অর্থ দিয়ে ব্যবসা বাড়ানোর সাথে সাথে ওয়ার্কিং মূলধন বৃদ্ধি ও ঋণ পরিশোধ করা হবে।
সাধারণ শেয়ার হোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৫ জুলাই রাজধানীতে একটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) আহবান করেছে ইফাদ অটোস।
স্টকমার্কেটবিডি.কম/এমএ