পেনিনসুলা-সাধারণ বীমা ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেট ডেস্ক:

পেনিনসুলা সাধারণ বীমা কর্পোরেশন ইউনিট ফান্ড ওয়ানের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬০৫ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা সাধারণ বিমা কর্পোরেশন। এর মধ্যে উদ্যোক্তা দেবে ২ কোটি টাকা এবং বাকি ১৮ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি) এবং কাস্টডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *