দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সব ধরণের সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪৭ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৬ কোটি ১৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩ টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক, বিডি থাই, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীন ফোন ও ন্যাশনাল টিউবস লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪০৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এদিন টাকায় লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও ড্রাগন সোয়েটার লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ