স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই)’ আসলো নতুন নেতৃত্ব। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির ২০২৩-২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনে সংগঠনটির নবনির্বাচিত ৮০ পরিচালকের ভোটে মাহবুবুল আলম সভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমিন হেলালী। আর নির্বাচিত ছয় সহসভাপতি হলেন- খায়রুল হুদা চপল, আনোয়ার সাদাত সরকার, জোসদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হাসান রনি ও মনির হোসেন।
গত ৩১ জুলাই এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সংগঠনটির ২৩টি পরিচালক পদে ভোট হয়। বাকি পদগুলোতে ভোটের প্রয়োজন হয়নি। আর নবনির্বাচিত ৮০ জন পরিচালকের ভোটে বুধবার সংগঠনটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয় সহ-সভাপতি নির্বাচিত হলেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই’র বর্তমান ও সাবেক সভাপতিরা মাহবুবুল আলমকে সংগঠনটির পরবর্তী সভাপতি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।
স্টকমার্কেটবিডি.কম/////