ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮১ কোটি ৩৪ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৬টির আর অপরিবর্তিত আছে ৭৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার কনজিউমার, লাভেলো আইসক্রিম, ফরচুন সুজ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, সী পার্লস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৩২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও ফাইন ফুডস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *