স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৮০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৬০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকা
ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত আছে ৫৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, বারাকা পতেঙ্গা পাওয়ার, উত্তরা ব্যাংক, বিএসসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও ক্রিষ্টাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭৮.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪.০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ১০ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
স্টকমার্কেটবিডি.কম/এসবি