স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৪১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৬১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৩৫ কোটি ১১ লাখ টাকা
ডিএসইতে দিনভর ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত আছে ৭৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, এস আলম স্টিলস, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক ও সোনারগা টেক্সটাইল।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৫২.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৮ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি