ধনীদের জন্য কর বাড়ল, ৫ বছর পর ফিরল ৩০ শতাংশ হার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় অন্তর্বর্তী সরকার আগামী অর্থবছরে সর্বোচ্চ আয়করের হার ৩০ শতাংশ করতে পারে। পাঁচ বছর পর এই উদ্যোগ আবার নেওয়া হচ্ছে।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি শ্বেতপত্রে বলা হয়েছে, বৈষম্য পরিমাপের পদ্ধতি গিনি সহগ ২০১৬ সালে শূন্য দশমিক ৪৮ থেকে বেড়ে ২০২২ সালে শূন্য দশমিক ৪৯৯ হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরেই আগামী দুইবছরের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে নানামুখী চাপে তৎকালীন সরকার বাতিল করতে বাধ্য হন। যদিও সরকার বলেছিল—এই উদ্যোগ ‘করের বোঝা কমাবে’। সংশোধিত অর্থ আইন অনুসারে, বিভিন্ন অংশীদারদের চাপে চলতি অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারীদের জন্য কর হার বাড়িয়ে ৩০ শতাংশ করার পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল।

আগাম ঘোষণা অনুযায়ী এখন সেই ব্যবস্থা ফিরে আসছে। অর্থাৎ সাড়ে ৩৮ লাখ টাকার বেশি বার্ষিক আয়ের ওপর সর্বোচ্চ কর প্রযোজ্য হবে। ২০২০-২১ অর্থবছর থেকে পাঁচ বছর পর এই উদ্যোগ নেওয়া হতে পারে। সেসময় সরকার করোনা মহামারির পরে জনগণকে কিছুটা স্বস্তি দিতে এই হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছিল।

এরপর থেকে ব্যক্তিগত আয়করের (পিআইটি) হারও অপরিবর্তিত আছে। আসছে ২ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ করের এই হার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজস্ব বোর্ড পাঁচ বিভাগে আলাদাভাবে আয়কর আদায় করে।

সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর পাঁচ শতাংশ, সাড়ে আট লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ, সাড়ে ১৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১৫ শতাংশ, সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ২০ শতাংশ ও সাড়ে ১৮ লাখ টাকার বেশি আয়ের ওপর ২৫ শতাংশ কর আদায় করা হয়।

করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করার পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া অন্যান্য হারও পুনঃনির্ধারণ করা হতে পারে। ন্যূনতম কর পাঁচ হাজার টাকা; নতুন করদাতারা দেন এক হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *