স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩১৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৪ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৩টির আর অপরিবর্তিত আছে ৭৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স. রহিমা ফুড, সিটি ব্যাংক, সী পঅর্লস হোটেল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ ও মালেক স্পিনিং মিলস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৪.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯২৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ২২ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক।
স্টকমার্কেটবিডি.কম/এসবি