স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৭৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৩৭ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৩টির আর অপরিবর্তিত আছে ৫১টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বিএসসি, বিচ হ্যািচারি, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, ড্রাগস টেকনোলজি, ওরিয়ন ইনফিউশন, বীকন ফার্মা, সোনালী পেপার এন্ড বোর্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ও মালেক স্পিনিং মিলস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৭৫.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ১৮ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসআইবিএল।
স্টকমার্কেটবিডি.কম/এসবি