ডিএসইতে ১১৭৭ ও সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থাণ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৫৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৭৭ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২০০ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –সিটি ব্যাংক, বীকন ফার্মা, বিএসসি, মালেক স্পিনিং মিলস, সোনালী পেপার এন্ড বোর্ড, বিচ হ্যািচারি, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো ও বেক্স ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ২০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *