স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪২ কোটি ৫৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির আর অপরিবর্তিত আছে ৫০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডমিনেজ স্টিল, প্রগতি ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো, ফারইষ্ট নিটিং, মিডল্যান্ড ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাপোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার ও রবি আজিয়াটা।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৩৪.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭২৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
স্টকমার্কেটবিডি.কম/এসবি