স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
নোবেল জুরি বোর্ড সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করেছে। প্রযুক্তির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গবেষণার স্বীকৃতিস্বরূপ মার্কিন-ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আজিওঁ এবং কানাডার পিটার হুইটের নাম এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।
জুরি বোর্ড জানায়, মকির পুরস্কারের অর্ধেক পেয়েছেন ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার’ জন্য, আর বাকি অর্ধেক ভাগ করে নিয়েছেন আজিওঁ ও হুইট ‘সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য।
স্টকমার্কেটবিডি.কম////