স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৯৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৬ কোটি ৪২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩০ কোটি টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৩টির আর অপরিবর্তিত আছে ৫৮টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, ডমিনেজ স্টিল, সাপোর্ট, সিভিও পেট্রো, স্কয়ার ফার্মা. প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৮৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১০৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি