স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বকেয়া পরিশোধ না করেই একযোগে তিনটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে বেকার হয়ে পড়েছেন অন্তত সাড়ে ছয় হাজার শ্রমিক। এ ঘটনার প্রতিবাদে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় সোমবার সকালে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
কারখানাগুলো হলো—সাউথ চায়না ব্লেসিং টেক্সটাইল লিমিটেড, অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড ও গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড।
বিক্ষোভের সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিক সোহাগ মণ্ডল বলেন, ‘ডিইপিজেডের পুরোনো জোনে হংকং মালিকানাধীন এই তিন কারখানার তিন মাসের বেতন বকেয়া ছিল। এখন কোনো টাকা না দিয়ে হঠাৎ করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম///




