স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২৪.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৫ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২টির আর অপরিবর্তিত আছে ১০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিমটেক্স ইন্ডাস্ট্রিজ , ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, রানার অটোস, আফতাব অটোস, মনোষ্ফুল পেপার, শাহজিবাজার পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও লাভেলো আইসক্রিম।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯১০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি




