
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে যে, কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধির কোনো কারণ নেই।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৪১ টাকা। গতকাল ৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৬০ টাকাযর উপরে। এসময় ৩ কার্য দিবস শেয়ারটির দর কমলেও বাকি দিন দর বেড়েছে।
কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় আনোয়ার গ্যালভানাইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি