শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেডের দুই দিন অধিক হারে দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে নোটিস করলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
ডিএসই সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট ইস্টার্ণ লুব্রিকেন্টস কোম্পানির শেয়ারের দর ছিল ৩৫৫ টাকার কাছাকাছি ছিল। গত ৯ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২০ টাকা। এসময় ২ দিন অধিক হারে শেয়ারটির দর বেড়েছে। গত ১২ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত শেয়ারটির দর ৩৫০-৫৬০ টাকায় উঠা নামা করে। গতকাল ১১ আগষ্ট এই শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ৪২০ টাকা নিচে।
কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় ইস্টার্ণ লুব্রিকেন্টস এর পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/বি/এম