আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় আরো ৪টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে মনোনীত

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন নিরীক্ষার (অডিট) জন্য আরো ৪টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে এসব প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ টি। সম্প্রতি নিরীক্ষা প্রতিষ্ঠানের এ তালিকা প্রকাশ করেছে বিএসইসি।

প্রকাশিত তালিকাভুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন নিরীক্ষণ সম্পন্ন করতে হবে। সর্বশেষ গত জুলাইয়ে বিএসইসি যে তালিকা তৈরি করেছিল, তাতে ৩৬টি নিরীক্ষা প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছিল।

বিএসইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন তালিকায় মূলত নতুন করে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো এ হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং, কাজী জহির খান অ্যান্ড কোং ও এম এম রহমান অ্যান্ড কোং।

আগের প্রকাশিত তালিকায় যেসব অডিটরের নাম রয়েছে তা হল: কাশেম এন্ড কোং, এ ওহাব এন্ড কোং, এসিএনএবিআইএন, আহমদ এন্ড আকতার, আহমেদ মাশুক এন্ড কোং, আহমেদ জাকির এন্ড কোং, এআরটিআইএসএএন, আশরাফ উদ্দিন এন্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফেমস এন্ড আর, হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, হাওলাদার ইউনুস এন্ড কোং, হুসাইন ফরহাদ এন্ড কোং, ইসলাম আফতাব কামরুল এন্ড কোং, ইসলাম কাজি শফিক এন্ড কোং, কে এম আলম এন্ড কোং, কে এম হাসান এন্ড কোং, খান ওহাব শফিক রহমান এন্ড কোং, এম জে আবেদীন এন্ড কোং, ম্যাবস এন্ড জে পার্টনার্স এন্ড কোং, মাহফিল হক এন্ড কোং, মালেক সিদ্দিক ওয়ালি, মাহিশ মুহিত হক এন্ড কোং, নুরুল ফারুক হাসান এন্ড কোং, অক্টোখান, পিনাকি এন্ড কোম্পানি, রহমান মোস্তফা আলম এন্ড কোং, রহমান রহমান হক, এস এফ আহমেদ এন্ড কোং, এস কে বরুয়া এন্ড কোং, সিদ্দিক বসাক এন্ড কোং, সিরাজ খান বসাক এন্ড কোং, সাইফুল সামসুল আলম এন্ড কোং, তোহা খান জামান এন্ড কোং এবং জোহা জামান কবির রশিদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *