1. সাইফ পাওয়ারটেক
  2. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  3. ইফাদ অটোস
  4. আইটিসি
  5. আরএকে সিরামিকস
  6. গোল্ডেন হার্ভেস্ট
  7. ইউনাইটেড পাওয়ার
  8. এমারেল্ড অয়েল
  9. সিভিও পেট্রোকেমিক্যাল
  10. কাশেম ড্রাইসেলস।

ডিএসইতে ৫১৫ ও সিএসইতে ৩৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার। তবে গত কার্যদিবসের তুলনায় আজ দুই বাজারেই বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ৮৭ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।

এদিন লেনদেন হয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, আইটিসি, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল এবং কাশেম ড্রাইসেলস।

সোমবার সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। লেনদেন হয় ৩৩ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অ্যাপোলো ইস্পাতকে জরিমানা করলো বিএসইসি

bsecস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাতের ৬ পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন— কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক দীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আনছার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, পরিচালক এম এ মাজেদ, মো. শোয়েব, মোহাম্মদ রফিক।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

তিতাস গ্যাসের বোর্ড সভা ৩১ জানুয়ারি

titas-gasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি তিতাস গ্যাসের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আইটি কনসালটেন্সের বোর্ড সভা আহবান

ITC-Logo-230x155-145x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ২৮ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মিথুন, তাল্লু ও প্যারামাউন্টের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং, তাল্লু স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইলের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নির্ধারিত সময়ে বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বাংলাদেশ সাবমেরিনের প্রান্তিক ইপিএস ১২ পয়সা

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি বছরের এ প্রান্তিকের (জুলাই১৫ থেকে ডিসেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ২৪.৭১ টাকা এবং যা আগের বছর একই সময়ে ছিল ২৪.৪৬ টাকা।

আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

apex spi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অলটেক্স টেক্সটাইলের বোর্ড সভা ৩০ জানুয়ারি

Alltex-Industryস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ১১ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে