- বেক্সিমকো লি
- বেক্সিমকো ফার্মা
- এমারেল্ড অয়েল
- ইউনাইটেড পাওয়ার
- কেডিএস এক্সেসরিজ
- সামিট পাওয়ার
- সামিট অ্যালায়েন্স পোর্ট
- কাশেম ড্রাইসেলস
- সিঙ্গার বিডি
- বাংলাদেশ স্টিল মিলস।
Day: June 8, 2023
প্রথম দিনে শেয়ারবাজারে মিশ্রবাবস্থা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের প্রথম দিন বরিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমখী লেনদেন হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেন ও শেয়ারের দর। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনভর ডিএসইতে ৩৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতদিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৩৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, কাশেম ড্রাইসেলস, সিঙ্গার বিডি ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।
বরিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, দর কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
মিরাকল ইন্ডাস্ট্রিজ দর বাড়ার কারণ নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোম্পানির শেয়ারের দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২০ ডিসেম্বর ২১.৫০ টাকা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২৫.৫০ টাকায় লেনদেন হয়েছে। কার্যদিবসে মাত্র ২ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর উঠানামা করে।
মূলত এ দর বাড়ার কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
আইসিটির শেয়ার বিওতে জমা দিয়েছে সিডিবিএল
শেয়ারবাজারে সদ্য আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা কোম্পানি আইসিটি লিমিটেডের বরাদ্দকৃৃত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ৩ জানুয়ারি রবিবার কোম্পানির এসব শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে।
এরআগে আইটিসির আইপিও আবেদন ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলে। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই একই তারিখ নির্ধারণ ছিল।
১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম/এম
ফ্লোর স্পেস কিনবে ন্যাশনাল হাউজিং
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঢাকার গুলশানে একটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
শান্তিনগরে কনকর্ড বক্স টাওয়ারের ৭ম তলায় অবস্থিত ৬০০৭ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে ১৬ কোটি ৬৭ লাখ টাকা।
এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
লংকা বাংলার ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, এই বন্ডের ৯০.৯১ শতাংশের মালিক লংকা বাংলা। পাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ছাড়া হবে। বন্ডটি নন-কনভারটেবল বন্ড হিসাবে বাজারে ছাড়াবে প্রতিষ্ঠানটি।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
এস আলমের বোর্ড সভা ৯ জানুয়ারি
শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ১৬(১) ও ১৯(১) ধারায় বোর্ড সভা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এদিন সকাল ১০ টা এবং ১১ টায় বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১)ধারায় চলতি হিসাব বছরের প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আর ১৯(১)ধারা অনুযায়ী ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে
বারাকা পাওয়ারের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানির অষ্টম বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্তের কথা জানায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, বারাকা পাওয়ার লিমিটেড বিদ্যমান দুটি কেন্দ্রের ধারাবাহিকতায় ভবিষ্যতে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী ১০ বছরে মোট ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে ২০০৭ সালে ৫১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বারাকা পাওয়ারের। এরপর কোম্পানিটি চট্টগ্রামের পতেঙ্গায় একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে।
সিলেট নগরের একটি হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরীসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।