শাশা ডেনিমসের কর্পোরেট অফিস পরিবর্তন

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড কর্পোরেট অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন রাজধানীর গুলশানে ১২৯ নম্বর রোডে ২৩ নম্বর ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১২ জানুয়ারি থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল উত্তরা ৬ নম্বর রোডে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

ফার কেমিক্যালের ৫৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানির ফার কেমিক্যাল লিমিটেডের একজন পরিচালক ৫৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, কিম জাং সু নামে কোম্পানিটির এই পরিচালক নিজ কোম্পানির ৫৫ লাখ ১ হাজার ২৫০ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ২ কোটি ৭৫ লাখ ৬ হাজার ২৫০ টি শেয়ার রয়েছে।

তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই বিক্রয় সম্পন্ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বেক্সিমকো লি.
  2. ইফাদ অটোস
  3. বেক্সিমকো ফার্মা
  4. কেডিএস এক্সেসরিজ
  5. এমারেল্ড অয়েল
  6. ইউনাইটেড পাওয়ার
  7. স্কয়ার ফার্মা,
  8. তিতাস গ্যাস
  9. সামিট পাওয়ার
  10. সাপোর্ট।

ডিএসইতে লেনদেন ৬০০ কোটির কাছাকাছি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় ৬০০ কোটি টাকার কাছাকাছি হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে প্রায় ৪০ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দিনভর ডিএসইতে ৫৯০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। আর ডিএসইএস-৩০ সূচক ৫.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – বেক্সিমকো লি., ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, স্বয়ার ফার্মা, তিতাস গ্যাস, সামিট পাওয়ার ও সাপোর্ট।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার ২৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।

এদিন সিএসই সার্বিক সূচক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির, দর কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৩৬৯ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট ৪৩৯ কোটি টাকার লেনদেন হলেও মঙ্গলবার মাত্র আড়াই ঘণ্টায় ৩৬৯ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। বেলা ১ টায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫.৫৮ পয়েন্ট।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১০১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে আইটি বিভাগে জিয়াউল করিমের নিয়োগ

Ziaul-Karim-600x348নিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি বিভাগে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে মো. জিয়াউল করিম যোগদান করেছেন। এর আগে তিনি বিভিন্ন কোম্পানিতে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেন।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউল করিমের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন বিষয়ে বিশদ জ্ঞান ও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ফাইবার হোম লিমিটেডের দায়িত্ব পালন করেন।

তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি সম্পন্ন করেন।

জিয়াউল করিম ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় ২৪ বছর দক্ষতা ও সাফল্যের সাথে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

স্বল্প বিদ্যুতিক বাল্ব তৈরি করবে বিডি ল্যাম্পস

bdlams-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভিক্ত ও ট্রান্সকম গ্রুপের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড স্বল্প বিদ্যুতিক খরচে চলতে সক্ষম এলইডি বাল্ব তৈরি করতে যাচ্ছে। প্রকল্পটি অতি সত্বর চালু হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব অর্থায়নে এলইডি বাল্ব উৎপাদন করবে বিডি ল্যাম্পস। প্রয়োজনে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিতে চায় কোম্পানিটি। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ১.২০ কোটি টাকা খরচ হবে বলে জানায় তারা।

এই প্রকল্প বাস্তবায়ন হলে কোম্পানির উৎপাদন বাড়ার সাথে বাড়বে মুনাফা। এতে কোম্পানিটির মোট টার্ণওভার ৪ শতাংশ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

রাজধানীর সদর রোড়ে অবস্থিত নিজস্ব কারখানায় এ এলইডি প্রকল্পটি তৈরি করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের এপ্রিল মাস নাগাদ এই এলইডি বাল্ব উৎপাদন করতে চায় বিডি ল্যাম্পস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে