ইউনিয়ন ক্যাপিটালের নতুন এমডি-সিইও

md.unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মাহমুদউল আলম। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে তিনি জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

মাহমুদউল আলম আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এর পর বিভিন্ন পর্যায়ে মাশরেক ব্যাংক অব ইউএই, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এবি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত মাহমুদউল আলম দেশে ও বিদেশে বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মতিন স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা আড়াই টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. এমারেল্ড অয়েল
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিডি থাই
  4. গোল্ডেন সন
  5. আইটিসি
  6. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  7. ঢাকা ডায়িং
  8. কাসেম ড্রাইসেল
  9. স্কয়ার ফার্মা
  10. তাল্লু স্পিনিং।

শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। তবে এদিন মূল্য সূচকের নিম্ন প্রবণতা ছিল। অন্য্যদিকে সিএসইতে লেনদেন ও সূচক আগের দিনের চেয়েছে কমেছে।

রবিবার দিনভর ডিএসইতে ৫১২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৬৯২ কোটি ৫৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০.১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৭.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার কোম্পানি, বিডি থাই, গোল্ডেন সন, আইটিসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডায়িং, কাসেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা ও তাল্লু স্পিনিং।

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৫ পয়েন্টে। এদিন সেখানে লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫০ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টি কোম্পানির, দর কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অলটেক্সের কর্পোরেট পরিচালকদের শেয়ার বিক্রি সম্পন্ন

Alltex-Homtextileস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক প্রায় ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গত ১৩ জানুয়ারি বস্ত্র শিল্প লিমিটেড ৪ লাখ ৮৪ হাজার আর বাংলাদেশ কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড ২ লাখ ১৬ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের ঘোষণা দেন।

গত ১৩ জানুয়ারি এসব শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে এই বিক্রয় সম্পন্ন করলো।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ইউনাইটেড এয়ারের বোর্ড সভা ২১ জানুয়ারি

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এইচ আর টেক্সটাইলের ১০% নগদ লভ্যাংশ

hr texস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০ সেপ্টেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২২ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.১৭ টাকা।

আগামী ২৮ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন শুরু

dragonনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন কার্যক্রম আজ রবিবার থেকে শুরু হচ্ছে। ২৬ জানুয়ারি পর্যন্ত দেশি ও প্রবাসী বাংলাদেশিরা কোম্পানিটির আইপিও শেয়ারের জন্য আবেদন করতে পারবেন।

জানা গেছে, শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে চার কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে কোম্পানিটি।

২০১৪ সালের সমাপ্ত আর্থিক বছরের হিসাবে এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১ টাকা ৪৮ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

উৎপাদনক্ষমতা বাড়াতে ২৬২ কোটি টাকা নিবে জিপিএইচ ইস্পাত

gphনিজস্ব প্রতিবেদক :

বড় ধরনের বাণিজ্যিক সম্প্রসারণে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন এ সম্প্রসারণ উদ্যোগের ফলে কোম্পানিটির বার্ষিক উৎপাদনক্ষমতা পাঁচ গুণ বাড়বে। এর মধ্যে শেয়ারবাজার থেকে কোম্পানিটি ২৬২ কোটি টাকা নিতে চাচ্ছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন সম্প্রসারণ প্রকল্পে রড তৈরিতে সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হবে। এশিয়ায় প্রথম কোম্পানি হিসেবে জিপিএইচ ইস্পাত এ প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে। বর্তমানে কোম্পানিটির এমএস রড উৎপাদনক্ষমতা রয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আর এমএস বিলেট উৎপাদনক্ষমতা ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন।

সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কোম্পানিটির এমএস বিলেটের বার্ষিক উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ১০ লাখ ৮ হাজার মেট্রিক টন। আর এমএস রডের উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন। রড ও বিলেট ছাড়া নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হবে ইস্পাতের ভবন তৈরিতে ব্যবহার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, যা এখন বিদেশ থেকে আমদানি করতে হয়।

সম্প্রসারণ কার্যক্রমে যে খরচ ধরা হয়েছে তার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করা হবে। ২৬২ কোটি টাকা সংগ্রহ করা হবে শেয়ারবাজার থেকে। আর বাকি অর্থ কোম্পানির নিজস্ব তহবিল এবং উদ্যোক্তাদের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন তিনি। এ জন্য ১৯ জানুয়ারি অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনোলজিসের সঙ্গে চুক্তি সই হবে জানান এমডি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে