সাইফ পাওয়ারটেকের বোর্ড সভা ২৮ জানুয়ারি

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. এমারেল্ড অয়েল
  2. ইউনাইটেড পাওয়ার
  3. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  4. সিএনএ টেক্সটাইল
  5. আইটিসি
  6. ইফাদ অটোস
  7. ঢাকা ডায়িং
  8. সিএসসি কামাল
  9. ইউনাইটেড এয়ার
  10. সাইফ পাওয়ারটেক।

সিএসইতে উত্থান ও ডিএসইতে সূচকের পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরণের সূচকের উত্থান হয়েছে।

রবিবার ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১.৮০ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ০.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ পয়েন্টে।

দিনভর ডিএসইতে ৪২৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৪১৮ কোটি ৬৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার কোম্পানি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সিএনএ টেক্সটাইল, আইটিসি, ইফাদ অটোস, ঢাকা ডায়িং, সিএসসি কামাল, ইউনাইটেড এয়ার ও সাইফ পাওয়ারটেক।

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৪ পয়েন্টে। এদিন সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৫ লাখ টাকা।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

স্বল্পমূলধনী কোম্পানিগুলোর দর বৃদ্ধিতে আধিপত্যে

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দরবৃদ্ধিতে স্বল্পমূলধনী কোম্পানিগুলোর দর বৃদ্ধিতে আধিপত্যে চলছে দিনের লেনদেন। এ কারণে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বাড়লেও সূচকের পতনে চলছে লেনদেন। রবিবার প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কমেছে ৪০.৩৫ পয়েন্ট। এর ফলে বেলা ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬১৭.৫৯ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। তবে দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে স্বল্পমূলধনী কোম্পানিগুলো। অপরদিকে বড় মূলধনী কোম্পানিগুলোর বেশির ভাগেরই দর কমেছে।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজের। এ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৯.৮৫ শতাংশ। দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা বিডি অটোকারের দর বেড়েছে ৯.৭৭ শতাংশ। তৃতীয়স্থানে থাকা নর্দার্ন জুটের দর বেড়েছে ৮.৭৩ শতাংশ। দরবৃদ্ধির শীর্ষে থাকা সবগুলো কোম্পানিই স্বল্প মূলধনী কোম্পানি। শুধু এ ৩টিই নয়, অপর যেসব কোম্পানির শেয়ারের দর বেড়েছে তার অধিকাংশই স্বল্পমূলধনী কোম্পানি। অপরদিকে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দর কমেছে।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরবৃদ্ধির পরও সূচকের পতনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা নিজাম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বল্পমূল্যের কোম্পানিগুলো দরবৃদ্ধিতে এগিয়ে রয়েছে। কিন্তু বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমেছে। বড় মূলধনী কোম্পানিগুলোর দর কমে যাওয়ার কারণেই সূচকের পতন ঘটছে বলে জানান তিনি।

এদিকে প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে এমারল্ড অয়েল। এ কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার। ৬ কোটি ৮৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তৃতীয় স্থানে থাকা আইটি কনসালেটেন্টসের লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইউনাইটেড পাওয়ার, সি অ্যান্ড এ টেক্সটাইল, ঢাকা ডায়িং।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে ৮৬৫০ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ২২ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

একমি ল্যাবরেটরিজের বিডিংয়ের নিবন্ধন শুরু

acmeeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে সদ্য অনুমোদন পাওয়া একমি ল্যাবরেটরিজ লিমিটেডের বিডিংয়ের জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিবন্ধন শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে ৩১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, এ সময়ের মধ্যে বিডিংয়ে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।

আর এ জন্য প্রতিটি বিডিংয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে ৫ হাজার টাকা পে-অর্ডার করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিএমবিএর নতুন নেতৃত্বে সাইদুর রহমান-খায়রুল বাশার

132389_1স্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক সায়েদুর রহমান। আগামী দুই বছর তিনি সংগঠনের নেতৃত্ব দেবেন। এর আগে ইসি সিকিউরিটিজের তানজিল চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন। এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার ২০১৬-১৭ সালের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।
রাজধানীর লেকশোর হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিষদের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিএলএফএস ইনভেস্টমেন্টের সিইও নিপেন্দ্র চন্দ্র পণ্ডিত।

নির্বাহী পরিষদের প্রথম সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও নাসরিন সুলতানা এবং ফার্স্ট সিকিউরিটি সার্ভিসেসের সিইও মোস্তফা কামাল দ্বিতীয় সহসভাপতি হিসেবে নির্বাচিত হন।

এর আগে নির্বাহী পরিষদের নির্বাচনে সংগঠনটির সাধারণ সদস্যরা ১১ সদস্যের কমিটি নির্বাচন করেন।

কমিটির অপর সদস্যরা হলেন- লংকা-বাংলা ইনভেস্টমেন্টের সিইও খন্দকার কায়েস হাসান, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি ও সিইও এম. মোশাররফ হোসাইন, সিএপিএম অ্যাডভাইজরির এমডি ও সিইও মোফাখখারুল ইসলাম, এফসিএ ক্যাপিটালের সিইও মাহবুব এইচ. মজুমদার, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও গোলাম সরোয়ার ভূঁইয়া, বিএমএসএলের এমডি ও সিইও রিয়াদ মতিন এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও তাহিদ আহমেদ চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

রহিম টেক্সটাইলের বোর্ড সভা ২৭ জানুয়ারি

rahimস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা আড়াই টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ২৮ জানুয়ারি

malekস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা আড়াই টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

জেমিনি সী ফুড বি ক্যাটাগরিতে লেনদেন

zeminiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই। এই কোম্পানি ৩১ সেপ্টেম্বর ২০১৫ সালের সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে আনা হয়েছে। আজ থেকে এ শেয়ার বি ক্যাটাগরিতে লেনদেন হবে। ডিএসই সূত্রে জানা য়ায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ৩১ সেপ্টেম্বর ২০১৩ সালের সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ওসমানিয়া গ্লাসের বোর্ড সভা আজ

osmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা আজ ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা আড়াই টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) চলতি হিসাব বছরের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে