এমারেল্ড ওয়েলের শেয়ার বিক্রি সম্পন্ন

emarold-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চারজন পরিচালক প্রায় ১৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, গত ১৩ জানুয়ারি পরিচালক সাইদ মানওয়ারুল ইসলাম ১ লাখ ৭০ হাজার ৫০০, সাইদ মাহবুবুল গনি ৭৫ হাজার, ফারহানা গালিব এমি ৪ লাখ ১৮ হাজার আর সাইদ হাসিবুল গনি ১১ লাখ ৬২ হাজারটি মিলিয়ে ১৮ লাখ শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের ঘোষণা দেন।

তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে এই বিক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সঠিক জ্ঞান না থাকলে বাজার স্থিতিশীল হবে না : খায়রুল হোসেন

khairulস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে পুঁজির চেয়ে জ্ঞানের প্রয়োজনীয়তা বেশি উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেছেন, বিনিয়োগকারীদের মাঝে বাজার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে বাজার স্থিতিশীল হবে না। এ লক্ষ্যে আগামী জুনে চালু হচ্ছে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগাম।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যলয়ে শেয়ারবাজার বিষয়ে মহিলা বিনিয়োগকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান।

খায়রুল হোসেন বলেন, ফিন্যান্সিয়াল লিটারেসি ছাড়া শেয়ারবাজারে স্থিতিশীলতা আসবে না। শেয়ারবাজারে পুঁজির চেয়ে বড় হলো জ্ঞান। বিনিয়োগকারীদের মাঝে বাজার সম্পর্কে সঠিক জ্ঞান সৃষ্টির লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। প্রতি মহুর্তে উদ্যোক্তাদের জ্ঞান অর্জনের মধ্যে থাকতে হয়; জেনে বুঝে বিনিয়োগ করলে ঝুঁকি কমে যায়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ২০১০ সালের শেয়ারবাজার ধ্বসের অন্যতম কারণ ছিল বিনিয়োগকারীদের অজ্ঞতা। সমন্বয়ের অভাবে দীর্ঘদিন বাজারে স্থিতিশিলতা ছিল না। তবে বিগত কয়েক বছরে দেশের শেয়ারবাজারের অনেক সংস্কার হয়েছে। এখন বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে সমন্বয় সম্ভব।

মহিলা উদ্যোক্তাদের শেয়ারবাজারে এগিয়ে আসতে আহ্বান জানান খায়রুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেন, শেয়ারবাজারে ঝাকুনি থেকে সাবধান থাকতে হবে। এই বাজারে দুর্ঘটনা এড়াতে সংস্থাটির সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিদের সংযোগ স্থাপন করা হচ্ছে। যাতে করে এর পরিচালনা কার্যক্রম আরও সঠিক করা যায়। এবং আগামীতে এই বাজার আরও কার্যকরিভাবে এগিয়ে যায়।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জানুয়ারি-জুনের মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক

atiur-2নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের জানুয়ারি-জুনের জন্য সতর্কতামূলক ও সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খাদ্য ও জ্বালানি বহির্ভূত মূল্যস্ফীতি ঠেকাতে এ ধরনের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে বলে গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া মুদ্রা নীতিতে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে ৬ দশমিক ৯ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুদ্রানীতি ঘোষণাকালে ড. আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপের কারণে গতবারের চেয়ে ব্যাপক ও বেসরকারি খাতের ঋণ যোগানের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে যথাক্রমে ১৫ শতাংশ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে খাদ্য ও জ্বালানি বহিভূত কোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা সার্বিক মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী চাপে রেখেছে। তাই সতর্ক ও সংযত মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. গোল্ডেন সন
  3. বিডি থাই
  4. সিটি ব্যাংক
  5. আইটিসি
  6. বেক্সিমকো ফার্মা
  7. এমারেল্ড অয়েল
  8. তাল্লু স্পিনিং
  9. ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
  10. অলটেক্স ইন্ডাস্ট্রিজ।