দায়িত্ব ছেড়ে দিলেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল

crm-Ziyaul-BG20200105202137স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন।

রবিবার (৫ জানুয়ারি) ডিএসইর পরিচালক শাকিল রিজভী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআরও এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন। তিনি শনিবার (৪ জানুয়ারি) মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সিআরও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ কারণে তিনি গত মাসের প্রথম সপ্তাহ থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে দেশের বাহিরে রয়েছেন।

প্রসঙ্গত, জিয়াউল হাসান ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিয়োগ পান। এরপরে তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। যার মেয়াদ সীমা ছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে ২৬ জানুয়ারিতে হাইকোর্টে তলব

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ জানুয়ারি তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দেওয়া আদেশ বাস্তবায়ন না করায় এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ২৬ জানুয়ারির মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের পর জেলা প্রশাসন কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিছু স্থাপনা বন্দর এলাকার মধ্যে থাকায় সেটি আর উচ্ছেদ করা যায়নি। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তিন মাস সময় দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে ফের সময় আবেদন করায় বন্দরের চেয়ারম্যানকে তলব করে আদেশ দিলেন আদালত।

এর আগে হাইকোর্টের এক আদেশে কর্ণফুলী নদীর পাড়ে চট্টগ্রাম বন্দরের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বন্দরের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০১০ সালে রিট আবেদন করে এইচআরপিবি। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালের ১৬ আগস্ট এক আদেশে কর্ণফুলী নদীর তীরে থাকা ২ হাজার ১৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্নিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু বিবাদীদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনে হাইকোর্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। এরপরই জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

স্বর্ণের ভরি ৬০ হাজার টাকার উপরে

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২, ২১, ১৮ ক্যারেট ও সানতন পদ্ধতিতে স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। আগামীকাল রবিবার থেকে এটি কার্যকর হবে।

গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বেড়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৫৩ হাজার ১৩ টাকা। এখন দাম রয়েছে ৫১ হাজার ৮৪৬ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৩৯ হাজার ৭৪ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ২৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

 

এক্সপোর্ট রেডিনেস তহবিল যাত্রা শুরু করল

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চার খাতের রপ্তানি বাড়াতে যাত্রা শুরু করল রপ্তানি প্রস্তুতি তহবিল বা এক্সপোর্ট রেডিনেস তহবিল (ইআরএফ)। এর ফলে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, হালকা প্রকৌশল ও প্লাস্টিক খাতের উদ্যোক্তারা এ তহবিল থেকে অনুদান গ্রহণের সুযোগ পাবেন। যা আর ফেরত দিতে হবে না।

এ জন্য উদ্যোক্তাদের নতুন কোনো উদ্যোগ থাকতে হবে ও তার সঙ্গে অনুদান প্রদানের ধরনের সঙ্গে মিল থাকতে হবে। বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ তহবিলের আকার ১ কোটি ডলার বা ৮৫ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ সাড়ে ৩ বছর।

রবিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ তহবিলের উদ্বোধন ঘোষণা করা হয়। এতে অতিথি ছিলেন বাণিজ্যসচিব জাফর উদ্দিন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ইআরএফ থেকে তিন ধরনের অনুদান পাওয়া যাবে। এর মধ্যে শিল্পপ্রতিষ্ঠানের কমপ্লায়েন্সের অবস্থা নিরূপণের জন্য পাঁচ হাজার ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। নিরূপণের জন্য উদ্যোক্তাকে কমপক্ষে আরও ১০ শতাংশ অর্থ জোগান দিতে হবে। ব্যবসা ও কারিগরি ক্ষেত্রে উন্নয়নের জন্য ৪০ হাজার ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। এতে উদ্যোক্তাকে আরও ৪০ শতাংশ অর্থ জোগান দিতে হবে। আর সেবা ও স্থায়ী সম্পদে বিনিয়োগের জন্য ২ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। যেখানে উদ্যোক্তাকে আরও ৫০ শতাংশ অর্থ জোগান দিতে হবে।

অনুষ্ঠানে শেখ ফজলে ফাহিম বলেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া উচিত। চলতি বছরের শুরু থেকে কনটেইনার হ্যান্ডলিং মাশুল বাড়ানো হয়েছে। এমন বিচ্ছিন্ন সিদ্ধান্ত আমাদের ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। এভাবে মাশুল বাড়ানোর কোনো কারণ নেই।

শেখ ফজলে ফাহিম আরও বলেন, রপ্তানি কনটেইনারে তালার দাম ৫০ টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এসব উদ্যোগ দুধের মধ্যে লেবু দেওয়ার মতো। বাংলাদেশের উন্নতি করতে সব ধরনের বাধা দূর করতে হবে।

চার খাতের রপ্তানি বাড়াতে ইআরএফ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

বাংলাদেশেও এলপি গ্যাসের দাম বাড়ল

lpgস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইরানের রেভল্যুশনারি গার্ডের শাখা আল কুদসের প্রধান কাশেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকেই বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১ হাজার ১০০ টাকায়।

তবে বিশ্ববাজারে দাম বাড়ার পরদিনই বাংলাদেশে দাম বাড়া নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, আজ যদি কোনো বাংলাদেশি কোম্পানি বিশ্ববাজার থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কিনতে ঋণপত্র (এলসি) খোলে, তাহলে তা দেশে আসতে অন্তত এক মাস সময় লাগবে। কিন্তু দাম বাড়াতে এক দিনও সময় লাগল না।

এ বিষয়ে যমুনা এলপিজির ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন, ‘আজ (শনিবার) থেকে বর্ধিত দামে বিক্রি হচ্ছে। তবে সিলিন্ডারপ্রতি কত বেড়েছে, সে তথ্য আমি এখন বলতে পারছি না।’
এক দশক ধরে বেসরকারি এলপি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। বেসরকারি ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একাধিক আলোচনা করেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। সর্বশেষ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এলপি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে সুপারিশ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় এলপিজির মূল্য নির্ধারণ করুক বিইআরসি। এ জন্য একটি সুপারিশ মন্ত্রণালয় থেকে যাচ্ছে বিইআরসিতে। এলপিজির মূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব পড়ার আগেই তারা দাম বাড়িয়ে দেবে।

স্টকমার্কেটবিডি.কম/আর/জেড

  1. খুলনা পাওয়ার কোম্পানি
  2. লাফার্জ হোলসিম সিমেন্ট
  3. ব্যাংক এশিয়া
  4. ন্যাশনাল টিউবস
  5. সিটি ব্যাংক
  6. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  7. বিকন ফার্মা
  8. এসএস স্টিলস
  9. স্ট্যান্ডার্ড সিরামিকস
  10. ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ২৯২ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন সেখানে সূচকও অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৮৬ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০০ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৩.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৮০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জ হোলসিম সিমেন্ট, ব্যাংক এশিয়া, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, এসএস স্টিলস, স্ট্যান্ডার্ড সিরামিকস ও ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৮১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৪ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইরাক ছাড়তে শুরু করেছে মার্কিন তেল কোম্পানি

141152_bangladesh_pratidin_iraqস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ইরাক ছাড়তে শুরু করেছেন দেশটির তেল কোম্পানিতে কর্মরত মার্কিন নাগরিকরা।

শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরিভিত্তিতে ইরাক ছাড়ার আহ্বান জানানো হয়।

তারপর থেকেই দক্ষিণ ইরাকের তেলের শহর বসরায় অবস্থিত তেল কোম্পানিগুলোতে কর্মরত মার্কিন নাগরিকরা ইরাক ছাড়তে শুরু করেন। ইরাকের তেল মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তবে ইরাকি কর্মকর্তারা বলছেন, তেল উৎপাদন, রফতানিসহ অন্য কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না। বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংগঠনে (ওপিইসি) দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরাক।

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতি দিন ৪ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দেশটি।

স্টকমার্কেটবিডি.কম/আর

আইটি কনসালট্যান্টের লভ্যাংশ প্রেরণ

ITC-Logo-230x155-145x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালট্যান্টস  লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি  গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম

বিডি ল্যাম্পসের নগদ লভ্যাংশ বিতরণ

bdlams-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি  গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/এম