ইন্ডিয়ান অয়েলের শেয়ার ছাড়বে ভারত

indiaস্টকমার্কেট ডেস্ক :

সরকার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের (আইওসি) ১০% শেয়ার বিক্রি করবে ভারতের সরকার। বর্তমান দরে প্রায় ২৪.২৭ কোটি শেয়ার বেচে সরকারের ৯,৫০০ কোটি টাকারও বেশি আসবে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার থেকে এ শেয়ার বিক্রি শুরু হবে।

বর্তমানে সরকারের নিকট সংস্থাটির ৬৮.৬% শেয়ার রয়েছে। তারা জানিয়েছে, বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের ২০% রাখা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য।

সর্বোচ্চ ২ লক্ষ টাকার শেয়ার কিনতে আবেদন করতে পারবেন তারা। দামে পাবেন ৫% ছাড়ও। মিউচুয়াল ফান্ড এবং বিমা সংস্থা ছাড়া আর কেউ ২৫ শতাংশের বেশি শেয়ার কেনার সুযোগ পাবে না।

সূত্র : বর্তমান.কম

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *