ইন্দো-বাংলা ফার্মার কারখানা চালু করার নির্দেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা নির্দেশ দেওয়া হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

জানা যায়, কারখানা উৎপাদন ও ওষুধ বাণিজ্যকরণ চালু করার নির্দেশনা দেওয়া হয়।

গত ৭ মার্চ এক নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর এই কোম্পানিটির ওষুধ উৎপাদন বন্ধ করে দেয়।

বিষয়টি নিয়ে কোম্পানি আদালতে একটি রিট পিটিশন করে। এই রিটের শুনানী গত ৪ এপ্রিল ধার্য্য করা হয়েছিল।

আদালতের নির্দেশনা পেয়েই কোম্পানির কারখানাটি উৎপাদন শুরু করবে বলে সে সময় জানানাে হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *