এডিবির নতুন প্রেসিডেন্ট আসাকাওয়া

xxa5JShv3mCcHkLgoyPcgtEXCWH7zoipLxl2nO9Rস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানের সাবেক সহকারী অর্থমন্ত্রী মাসাতসুগু আসাকাওয়া এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন। ৬১ বছর বয়সী আসাকাওয়া তাকেহিকো নাকাওয়ের স্থলাভিষিক্ত হবেন। নাকেহিকো ২০১৩ সালের এপ্রিল মাসে এডিবির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

নিক্কি এশিয়ান রিভিউ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির ১০ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন মাসাতসুগু আসাকাওয়া।

জাপানের অর্থমন্ত্রী তারো আসো এক বিবৃতিতে বলেছেন, ‘এডিবি প্রেসিডেন্ট হিসেবে আমি মাসাতসুগু আসাকাওয়ার সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আন্তর্জাতিক অর্থায়ন, উন্নয়ন সহায়তা, আন্তর্জাতিক কর ব্যবস্থা—এসব ক্ষেত্রে আসাকাওয়ার বিপুল অভিজ্ঞতা আছে। তিনি এই অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে আশা করি’।

এই পদের জন্য আসাকাওয়াই একমাত্র প্রার্থী ছিলেন। তবে তাকেহিকো নাকাওয়ের মেয়াদ এখনো শেষ হয়নি। ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে মাসাতসুগু আসাকাওয়া ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *