এমারেল্ড অয়েল পরিচালকদের ৫ লাখ টাকা জড়িমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হওয়ায় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৭তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে জরিমানার পাশাপাশি উদ্যোক্তা, পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতিত), প্রধান নির্বাহি কর্মকর্তা, প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা, কোম্পানি সচিব ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের সকল বিও হিসাব ফ্রিজ বা লেনদেন অযোগ্য করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *