‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের সবসময় বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে’

muhitনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী সবসময় থাকবে। বিশেষ করে আমাদের এই অর্থনীতিতে তারা শেয়ারবাজারে সবসময়ই থাকবে। ক্ষুদ্র বিনিয়োগকারী বলে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তাদেরকে সবসময় বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে।

রবিবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশব্যাপি ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম’ এবং বিএসইসি’র নিজস্ব ভবন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ট্রেক হোল্ডার, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং নিয়ন্ত্রক সংস্থাকে আহবান জানাচ্ছি কোন নীতি ঘোষণার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন না হয় সে বিষয়ে সবসময় সচেষ্ট থাকতে।

তিনি বলেন, দু:খ জনক বিষয় হচ্ছে এ ধস ঘটছে আওয়ামী লীগ সরকারের মেয়াদে। তাই ২০১০ সালে ধসের পর এর কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করি আমরা। পুঁজিবাজারের ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী হিসেবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে গিয়ে বৈঠক করি আমি। বৈঠকে আমার প্রথম প্রস্তাব ছিল, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করা। ওই সময় অনেকেই এতে বাধা দেয়। পরবর্তীতে সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে আমরা কাজটি শেষ করি।

তিনি আরো বলেন, শেয়ারবাজার বড় বড় সঙ্কট কাটিয়ে উঠেছে। নানামূখী সংস্কার এবং উন্নয়নমূলক পদক্ষেপের কারণে আজ শেয়ারবাজার স্থিতিশীল। তবে বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র দুই বছর রয়েছে। এরমধ্যেই শেয়ারবাজার আরো স্থিতিশীল হবে এবং এগিয়ে যাবে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, এক সময় সাধারণ মানুষও বিনিয়োগকারী এবং শেয়ারবাজারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রকও বিনিয়োগকারী। তাই তাদেরকে আলাদা করা খুব কঠিন ছিল। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের বর্তমান কমিশনের নেতৃত্বে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে সেটি আলাদা করতে সক্ষম হয়েছি।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *