খুলনা ও ইউনাইটেড পাওয়ারের শেয়ার যাচ্ছে ময়মনসিংহ পাওয়ারে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা ডিপোজিটরি অংশগ্রহণের মাধ্যমে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার কমিশনের ৬৬২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড এনার্জি লিমিটেডের কাছে খুলনা পাওয়ারের ১২ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৪৫৬টি শেয়ার এবং ইউনাইটেড পাওয়ারের ৩৫ কোটি ৯৩ লাখ ৯ হাজার ১৬২টি শেয়ার রয়েছে। এই শেয়ারগুলো একই মালিকানাধীন ময়মনসিংহ পাওয়ারের অনুকূলে হস্তান্তর করা হবে।

উক্ত শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট বিধি পরিপালন হতে অব্যাহতি দিয়েছে বিএসইসি)

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *