গুণগত মান ঠিক না থাকায় ব্র্যান্ডের ভোগ্য-পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

bstiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ড্যানিশ, সুরেশ, প্রমি ও পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খোলাবাজারে নজর রেখে বিভিন্ন পণ্য কিনে নিজেদের ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস)-এর থেকে নিম্নমানের ফলাফল পাওয়ায় এসকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওই বার্তায় আরও বলা হয়, ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি এইসব প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তী সময়ে ওই সব পণ্যের মান উন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

p-1

p-2

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *