জিএসপি ফাইন্যান্সের ইপিএস ৬৪ পয়সা

GSPFINANস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪৫ পয়সা। এ হিসাবে এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ২০ পয়সা হয়েছে। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ২ .০৯ টাকা।

এ বছরের ৩ মাসে জিএসপি ফাইন্যান্সের শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদের পরিমাণের দাঁড়িয়েছে ২৫ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ২৪.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *