জিপিএইচ ইস্পাতের ২৬২ কোটি টাকার রাইট অনুমোদন

gphনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতকে ২৬২ কোটি টাকার রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৫৬৬ তম কমিশন সভা শেষে বিএসইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ৩আর:২ অনুপাতে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। কোম্পানিটি এর মাধ্যমে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করবে।

রাইট শেয়ারের ডকুমেন্ট অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৯ টাকা। এছাড়া ০১ মে ২০১৪ থেকে ৩১ জানুয়ারী ২০১৫ পর্যন্ত (৩ প্রান্তিকে) শেয়ারপ্রতি আয় দেখিয়েছে ১.৯৪ টাকা।

রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়াবে। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে ব্যাঙ্কো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *