ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪,২১৭ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থা লক্ষ করা গেছে। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪২১৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯২,১৪০ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৬,৩৫৭ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ০৩ শতাংশ বা ৪২১৭ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩,০৫৩ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৯১৯ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪.৬০ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৫৮৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩০.৭৪ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৬.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২.১৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৫৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের। আর ৫টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *