ডিএসইতে লেনদেনের শীর্ষে কেয়া কসমেটিকস

keya

স্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড। এসময়ে এ ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৩৪ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০. ৯৮ শতাংশ।

এই সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৩৩৪ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি  লিমিটেডের (বেক্সিমকো লি.) শেয়ার দর ১.৪৫ শতাংশ বেড়েছে। এই সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৬৩ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬১ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেড। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এই কোম্পানির। গত সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ২২ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১২০ কোটি ৮১ লাখ টাকা।  কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.১০ শতাংশ।

শীর্ষ ১০এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লি., কনফিডেন্স সিমেন্ট লি., ইফাদ অটোস লি., সাইফ পাওয়ারটেক লি., জেনারেশন নেক্সট ফ্যাশনস লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *