ডিএসইতে লেনদেন কমেছে ১৫ দশমিক ৯৪ শতাংশ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সাথে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৪৪৬ কোটি ৪ লাখ ১৮ হাজার ৩০৮ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭২০ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৬৩০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৭৪ কোটি ১২ লাখ ৫৯ হাজার ৩২২ টাকা ।

গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৭৮ দশমিক ৫০ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ১৩৫ কোটি ১১ লাখ ২৩ হাজার ৩০৮ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ১ হাজার ৬০৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬৩০ টাকা। লেনদেনে গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ১৯ দশমিক ৩১ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ২৭৯ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৭৭ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল দশমিক ৯৫ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩৬ লাখ ৫৭ হাজার টাকা।

ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ২৪ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ২০ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৪৬ টি, কমেছে ১৬৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি এবং লেনদেন হয়নি ২ টি কোম্পানির শেয়ার দর।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *